Audio Test-112

প্রশ্ন: ১। আদালত আরজি খারিজ করলে বাদী পক্ষ নতুন আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা রুজু করতে পারে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৭ রুল ১১
খ) অর্ডার ৭ রুল ১৩
গ) অর্ডার ৮ রুল ১৩
ঘ) অর্ডার ৭ রুল ১২

উত্তর: অর্ডার ৭ রুল ১৩

প্রশ্ন: ২। পুলিশী তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে দাখিলকৃত রিপোর্টের নাম-
ক) ফাইনাল রিপোর্ট
খ) রিলিজ রিপোর্ট
গ) চার্জশীট
ঘ) ডিসচার্জ রিপোর্ট

উত্তর: চার্জশীট

প্রশ্ন: ৩। আরজি ফেরত এবং আরজি নাকচ বলতে আমরা বুঝি?
ক) আরজি ফেরত হলো ডিক্রি এবং আরজি নাকচ হলো আদেশ
খ) আরজি ফেরত হলো আদেশ এবং আরজি নাকচ হলো ডিক্রি
গ) দুইটিই আপিল যোগ্য
ঘ) আরজি ফেরত এবং বিরুদ্ধে রিভিশন হয়

উত্তর: আরজি ফেরত হলো আদেশ এবং আরজি নাকচ হলো ডিক্রি

প্রশ্ন: ৪। তামাদী আইনের তফসিলে ১৪৪ অনুচ্ছেদে কি বলা আছে?
ক) জবর দখল সম্পর্কে
খ) সুখাধিকার সম্পর্কে
গ) কোনটিই নয়
ঘ) চুক্তি রদ সম্পর্কে

উত্তর: জবর দখল সম্পর্কে

প্রশ্ন: ৫। আইনে যদি কোন দলিল কোন দলিল প্রত্যয়ন (Attested) করার বিধান থাকে, তবে উহা প্রমানের সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে?
ক) ৬৯
খ) ৬৮
গ) ৭১
ঘ) ৭০

উত্তর: ৬৮

প্রশ্ন: ৬। ‘A’ ‘Z’ কে হুমকি দেয় যে, তাকে ‘A’ টাকা না দলে ‘Z’ সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। ‘A’ যে অপরাধ করেছে তা-
ক) বিশ্বাসভঙ্গ
খ) অনিষ্টসাধন
গ) মানহানি
ঘ) বলপূর্বক গ্রহণ

উত্তর: বলপূর্বক গ্রহণ

প্রশ্ন: ৭। কখন মূল মামলা বা আপীল দায়েরের তামাদির মেয়াদ বাদ দেওয়া যাবে?
ক) বিবাদী অসুস্থ থাকলে
খ) বাদী অসুস্থ থাকলে
গ) সবকয়টি
ঘ) এখতিয়ারবিহীন আদালতে মূল মামলা বা আপীলটি চলমান থাকলে

উত্তর: এখতিয়ারবিহীন আদালতে মূল মামলা বা আপীলটি চলমান থাকলে

প্রশ্ন: ৮। সাক্ষ্যদানের জন্য সমন না দিয়েও শুধুমাত্র দলিল হাজির করার জন্য সমন দেয়া যাবে, ইহা কোন বিধান বলে-
ক) আদেশ-১৬, বিধি-৫
খ) আদেশ-১৬, বিধি-৬
গ) আদেশ-১৬, বিধি-৭
ঘ) আদেশ-১৬, বিধি-৪

উত্তর: আদেশ-১৬, বিধি-৬

প্রশ্ন: ৯। ১৮৭২ সালের সাক্ষ্য আইন এর কত ধারা বলে যে সকল ঘটনা বিচার্য ঘটনার উদ্দেশ্য, কারন বা পরিনাম সেগুলো প্রাসঙ্গিক?
ক) ৭ ধারা
খ) ৮ ধারা
গ) ৬ ধারা
ঘ) ৫ ধারা

উত্তর: ৭ ধারা

প্রশ্ন: ১০। দন্ডমূলক আইনের ক্ষেত্রে সুনিদির্ষ্ট প্রতিকার প্রদান করা যায় না – ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় বর্ণিত আছে?
ক) ৭ ধারা
খ) ৯ ধারা
গ) ৫ ধারা
ঘ) ৩ ধারা

উত্তর: ৭ ধারা

প্রশ্ন: ১১। নিম্নের কোনটি পাবলিক দলিল (Public Document)?
ক) চিঠি
খ) কবলা
গ) উইল
ঘ) রায়

উত্তর: রায়

প্রশ্ন: ১২। একাধিক ব্যক্তি বিবাদী হিসাবে কখন মামলার পক্ষভুক্ত হতে পারে?
ক) কোনটিই না
খ) দাবিকৃত প্রতিকার ভিন্ন হলে
গ) বিবাদী আত্মীয় হলে
ঘ) যাদের বিরুদ্ধে দাবিকৃত প্রতিকার একই কার্য থেকে সৃষ্টি হলে

উত্তর: যাদের বিরুদ্ধে দাবিকৃত প্রতিকার একই কার্য থেকে সৃষ্টি হলে

প্রশ্ন: ১৩। নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ কোন আদালতে দায়ের করতে হবে?
ক) কোনটি নয়
খ) জেলা জজ আদালত
গ) ইলেকশন ট্রাইব্যুনালে
ঘ) বার কাউন্সিল ট্রাইব্যুনাল

উত্তর: ইলেকশন ট্রাইব্যুনালে

প্রশ্ন: ১৪। স্বত্ব সাব্যস্ত খাস দখলের মামলা তামাদীকাল ১২ বছর ইহা কোন অনুচ্ছেদে বলা হইয়াছে?
ক) ১৪৮ অনুচ্ছেদে
খ) ১৪২ অনুচ্ছেদে
গ) ১৪৫ অনুচ্ছেদে
ঘ) ১৪১ অনুচ্ছেদে

উত্তর: ১৪২ অনুচ্ছেদে

প্রশ্ন: ১৫। আপীল বিভাগে মাসদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সনে-
ক) ২০০৭ সনে
খ) ১৯৯৯ সনে
গ) ২০০২ সনে
ঘ) ২০০১ সনে

উত্তর: ১৯৯৯ সনে

প্রশ্ন: ১৬। মানুষ্যহরণের শাস্তি কত ধারায়?
ক) ৩৬১ ধারায়
খ) ৩৬২ ধারায়
গ) ৩৬৩ ধারায়
ঘ) ৩৬০ ধারায়

উত্তর: ৩৬৩ ধারায়

প্রশ্ন: ১৭। দন্ডমূলক আইনের ক্ষেত্রে সুনিদির্ষ্ট প্রতিকার প্রদান করা যায় কি?
ক) আদাতের ইচ্ছাধীন
খ) কোনটি নহে
গ) যায়
ঘ) যায় না

উত্তর: যায় না

প্রশ্ন: ১৮। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামীর জামিন প্রাপ্তির সুযোগটি-
ক) মৌলিক অধিকার
খ) নাগরিকের অধিকার
গ) আইনগত অধিকার
ঘ) সাংবিধানিক অধিকার

উত্তর: আইনগত অধিকার

প্রশ্ন: ১৯। বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমান হবে?
ক) ১০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ১০০০ টাকা
ঘ) ৩০০ টাকা

উত্তর: ১০০০ টাকা

প্রশ্ন: ২০। ‘Z’ এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে ‘Z’ এর জমিতে ‘A’ একটি গাছ কাটে। এক্ষেত্রে ‘A’ সংঘটন করে-
ক) দস্যুতা
খ) চুরির প্রচেষ্টা
গ) দস্যুতার প্রচেষ্টা
ঘ) চুরি

উত্তর: চুরি

প্রশ্ন: ২১। মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না?
ক) পিতৃত্বের দাবী
খ) মৃত্যুর কারণ
গ) সম্পত্তি দান
ঘ) বৈবাহিক সম্পর্ক

উত্তর: সম্পত্তি দান

প্রশ্ন: ২২। রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
ক) কোনটিই নয়
খ) রায়ের মেমো প্রস্তুতের জন্য ব্যয়িত সময়
গ) রায়ের জাবেদা নকল পেতে ব্যয়িত সময়
ঘ) আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়

উত্তর: রায়ের জাবেদা নকল পেতে ব্যয়িত সময়

প্রশ্ন: ২৩। কোনটি সুনিদির্ষ্ট প্রতিকার নহে?
ক) ঘোষণামূলক ডিক্রি
খ) কমিশন নিয়োগ
গ) দখল গ্রহণ ও অর্পণ
ঘ) রিসিভার নিয়োগ

উত্তর: কমিশন নিয়োগ

প্রশ্ন: ২৪। একতরফা ডিক্রি রদের আবেদন কত ধারায়?
ক) আদেশ ৯ বিধি ১৩
খ) আদেশ ৯ বিধি ১৫
গ) আদেশ ৯ বিধি ৬
ঘ) আদেশ ৮ বিধি ১৩

উত্তর: আদেশ ৯ বিধি ১৩

প্রশ্ন: ২৫। দায়রা জজ নিম্মোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
ক) অতিরিক্ত দায়রা জজের আদেশ
খ) ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশ
গ) ম্যাজিস্ট্রেটের ডিসচার্জ আদেশ
ঘ) অপর্যাপ্ত দন্ডের আদেশ

উত্তর: ম্যাজিস্ট্রেটের ডিসচার্জ আদেশ

নিউজঃ