Audio Test-113
প্রশ্ন: ১। কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না?
ক) কোনটিই নয়
খ) জবানবন্দি
গ) পুন:জবানবন্দি
ঘ) জেরা
উত্তর: জবানবন্দি
প্রশ্ন: ২। ১৪ বছরের একটি ছেলের সম্মতিতে তাহার পড়াশুনার জন্য তাহাকে ‘X’ বিদেশে নিয়ে যায়, দন্ডবিধি অনুসারে ‘X’ কি ধরণের অপরাধ করিয়াছে?
ক) অপহরণ
খ) সবগুলো
গ) শিশু পাচার
ঘ) মানব পাচার
উত্তর: অপহরণ
প্রশ্ন: ৩। নিম্নলিখিত কোন ব্যক্তিকে জেরা করা যাবে না?
ক) সাক্ষী হিসেবে তলবকৃত ব্যক্তিকে
খ) সবগুলো
গ) দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে
ঘ) আসামী পক্ষ যে ব্যক্তিকে সাক্ষী হিসাবে তলব করেছে
উত্তর: দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে
প্রশ্ন: ৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের অধীনে ৮ ধারার মোকদ্দমায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি?
ক) আপিল
খ) রিভিশন
গ) আপিল অথবা রিভিউ
ঘ) রিভিউ
উত্তর: আপিল অথবা রিভিউ
প্রশ্ন: ৫। Preventive relief কিভাবে প্রদান করা হয়?
ক) গ্রেফতারের মাধ্যমে
খ) রিসিভার নিয়োগের মাধ্যমে
গ) নিষেধাজ্ঞার মাধ্যমে
ঘ) শাস্তি দানের মাধ্যমে
উত্তর: নিষেধাজ্ঞার মাধ্যমে
প্রশ্ন: ৬। সাক্ষীকে জেরা করা যায় কোন বিষয়ে?
ক) প্রাসঙ্গিক বিষয়ে
খ) অপ্রাসঙ্গিক বিষয়ে
গ) প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক উভয় বিষয়ে
ঘ) যে কোন বিষয়ে
উত্তর: প্রাসঙ্গিক বিষয়ে
প্রশ্ন: ৭। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন এডভোকেটকে অসাদাচারণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে এডভোকেট কী পদক্ষেপ নিতে পারে?
ক) আপিল এবং রিভিউ উভয় করতে পারে
খ) প্রথমে আপিল পরে রিভিউ করতে পারে
গ) আপিল করতে পারে
ঘ) রিভিউ করতে পারে
উত্তর: আপিল এবং রিভিউ উভয় করতে পারে
প্রশ্ন: ৮। Complaint ব্যতীত অন্যভাবে রজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামীকে –
দন্ড দিতে পারেন
ক) অব্যহতি দিতে পারেন
খ) মুক্তি দিতে পারেন
ঘ) গ) খালাস দিতে পারেন
উত্তর: মুক্তি দিতে পারেন
প্রশ্ন: ৯। Rejection of Plaint কয়টি কারনে হয়?
ক) ৪টি
খ) ৬টি
গ) ৫টি
ঘ) ৩টি
উত্তর: ৪টি
প্রশ্ন: ১০। প্রতিটি দেওয়ানি মামলা রুজু করতে হয় কিসের মাধ্যমে-
ক) লিখিত জবাব দাখিলের মাধ্যমে
খ) আরজি দাখিলের মাধ্যমে
গ) প্লিডিংস দাখিলের মাধ্যমে
ঘ) কোনটিই না
উত্তর: আরজি দাখিলের মাধ্যমে
প্রশ্ন: ১১। ৩য় শেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপীল হবে-
ক) জেলা ম্যাজিস্ট্রেট আদালতে
খ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
গ) জেলা জজ আদালতে
ঘ) দায়রা জজ আদালতে
উত্তর: দায়রা জজ আদালতে
প্রশ্ন: ১২। আইনানুগ অভিভাবকের নিকট হইতে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করিলে তাহা আইনানুগ অভিভাবকত্ব হইতে মানুষ্য হরণ হইবে?
ক) ১৬ ও ১৮ বছর
খ) ১৪ ও ১৮ বছর
গ) ১৪ ও ১৬ বছর
ঘ) ১২ ও ১৬ বছর
উত্তর: ১৪ ও ১৬ বছর
প্রশ্ন: ১৩। ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলার তদন্ত করার বিধানটি কত ধারায়?
ক) ১৫৫ ধারায়
খ) ১৫৯ ধারায়
গ) ১৫৭ ধারায়
ঘ) ১৫৩ ধারায়
উত্তর: ১৫৫ ধারায়
প্রশ্ন: ১৪। সমনে কার স্বাক্ষর থাকে?
ক) বাদীর
খ) পেশকারের
গ) এটোর্নী জেনারেল
ঘ) আদালতের
উত্তর: আদালতের
প্রশ্ন: ১৫। একজন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে আপীল হবে-
ক) জেলা জজ আদালতে
খ) বিভাগীয় জজ আদালতে
গ) দাায়রা জজ আদালতে
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: দাায়রা জজ আদালতে
প্রশ্ন: ১৬। সাক্ষ্য আইন অনুযায়ী নিজেকে জড়িয়ে দোষ স্বীকারকে কি বলে?
ক) স্বকার্যজনিত বাধা
খ) ক এব গ উভয়
গ) দোষ স্বীকারোক্তি
ঘ) স্বীকৃতি
উত্তর: দোষ স্বীকারোক্তি
প্রশ্ন: ১৭। যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে বিষয়টি-
ক) এক তরফা নিষ্পত্তি হবে
খ) সবগুলি
গ) দৌতরফা নিষ্পত্তি হবে
ঘ) খারিজ হবে
উত্তর: এক তরফা নিষ্পত্তি হবে
প্রশ্ন: ১৮। আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি?
ক) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
খ) ৬ মাস বিনাশ্রম কারাদন্ড
গ) অর্থদন্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড
ঘ) অর্থদন্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
উত্তর: অর্থদন্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
প্রশ্ন: ১৯। নালিশী মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদিলতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিবে?
ক) মামলা খারিজ করবে
খ) আসামীকে ডিসচার্জ দিবে
গ) ওয়ারেন্টজারী করবে
ঘ) আসামীকে খালাস দিবে
উত্তর: আসামীকে খালাস দিবে
প্রশ্ন: ২০। মৃত্যুদন্ডের বিরুদ্ধে হাইকোর্ট আপিল করতে হয় তাহা কত অনুচ্ছেদে আছে?
ক) ১৪৫ অনুচ্ছেদে
খ) ১৪১ অনুচ্ছেদে
গ) ১৫০ অনুচ্ছেদে
ঘ) ১৪৪ অনুচ্ছেদে
উত্তর: ১৫০ অনুচ্ছেদে
প্রশ্ন: ২১। বিদেশ থেকে বালিকা আমদানি করলে শাস্তি কত?
ক) ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড
খ) ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড ও অর্থদন্ড
উত্তর: ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড
প্রশ্ন: ২২। কখন লিখিত প্রাপ্তি স্বীকার সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে?
ক) সবকয়টি
খ) লিখিত প্রাপ্তি স্বীকার তারিখ বিহীন হলে
গ) লিখিত প্রাপ্তি স্বীকার তারিখ বিহীন এবং স্বাক্ষরিত না হলে
ঘ) লিখিত প্রাপ্তি স্বীকারে তারিখ উল্লেখ থাকলে
উত্তর: লিখিত প্রাপ্তি স্বীকার তারিখ বিহীন হলে
প্রশ্ন: ২৩ । কোন সাক্ষীর সাক্ষ্য প্রতক্ষ না হলেও প্রাসঙ্গিক হতে পারে?
ক) সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়লে
খ) তাকে খুজে পাওয়া না গেলে
গ) সবকয়টি
ঘ) মৃত ব্যক্তির মৃত্যুকালিন ঘোষণা
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ২৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না?
ক) ৫৬ ধারা
খ) ৫৪ ধারা
গ) ৫৩ ধারা
ঘ) ৫২ ধারা
উত্তর: ৫৬ ধারা
প্রশ্ন: ২৫। স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর করা যায়?
ক) সবগুলো
খ) আদেশের মাধ্যমে
গ) শুনানী শেষে মামলার গুনাগুনের ভিক্তিতে ডিক্রি দ্বারা
ঘ) শুনানী শেষে মোকদ্দমার গুণাগুণের ভিক্তি দ্বারা
উত্তর: শুনানী শেষে মামলার গুনাগুনের ভিক্তিতে ডিক্রি দ্বারা