Audio Test-114

প্রশ্ন: ১। স্থাবর সম্পত্তি দখল উদ্ধার সম্পর্কে সুনিদির্ষ্ট প্রতিকার আইনে কত ধারায় বিধান বর্ণিত হইয়াছে?
ক) ৬ ও ৭ ধারা
খ) ৯ ও ১০ ধারা
গ) ১০ ও ১১ ধারা
ঘ) ৮ ও ৯ ধারা

উত্তর: ৮ ও ৯ ধারা

প্রশ্ন: ২। ‘ক’ এমন একটি রোগে ভুগিতেছে যে, এক আঘাতেই তাহার মৃত্যু হইবার সম্ভাবনা আছে। ‘খ’ এই কথা না জানিয়া ‘ক’ কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যাহা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারে। উক্ত আঘাতের ফলে ‘ক’ মারা যায় ‘খ’ এর অপরাধ হইবে-
ক) হত্যা
খ) নরহত্যা
গ) অপরাধজনক নরহত্যা
ঘ) খুন

উত্তর: খুন

প্রশ্ন: ৩। মামলা সঠিকভাবে দায়ের করার পর ৫ কর্মদিবসের মধ্যে সমন জারি করতে হবে, এটা হচ্ছে-
ক) বিবেচনামূলক
খ) বাধ্যতামূলক
গ) অনুরোধমূলক এবং বিবেচনামূলক
ঘ) অনুরোধসূচক

উত্তর: বাধ্যতামূলক

প্রশ্ন: ৪। ক্ষতিপূরনের মামলায় তামাদির মেয়াদকাল কত?
ক) ৬ মাস
খ) ১২০ দিন
গ) ৬০ দিন
ঘ) ৯০ দিন

উত্তর: ৯০ দিন

প্রশ্ন: ৫। Set Off এর দাবী উত্থাপন করা যায় কোন ধরণের মোকদ্দমায়?
ক) সবগুলি
খ) অর্থ আদায়ের
গ) দলিল বাতিলের
ঘ) স্বত্বের

উত্তর: অর্থ আদায়ের

প্রশ্ন: ৬। কোন ধরনের মামলায় সাক্ষ্য হিসেবে দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে-
ক) দেওয়ানী মামলা
খ) ফৌজদারি মামলা
গ) অর্থঋণ মামলা
ঘ) কোনটিই নয়

উত্তর: ফৌজদারি মামলা

প্রশ্ন: ৭। Rape (ধর্ষণ) কত ধারায়?
ক) ৩৭৪ ধারায়
খ) ৩৭৬ ধারায়
গ) ৩৭৫ ধারায়
ঘ) ৩৬৬ ধারায়

উত্তর: ৩৭৫ ধারায়

প্রশ্ন: ৮। সাক্ষ্য প্রমাণে আসামীর অপরাধ না পেলে ম্যাজিস্ট্রেট আসামীকে-
ক) শাস্তি দিবে
খ) খালাস দিবে
গ) অব্যহতি দিবে
ঘ) মুক্তি দিবে

উত্তর: খালাস দিবে

প্রশ্ন: ৯। যেই আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়েছে সেই আদালতের অধস্তন নয় এমন আদালতের কার্যধারা স্থগিতের জন্য আদালত নিষেধাজ্ঞা –
ক) মঞ্জুর করবে
খ) মঞ্জুর করবে না
গ) কোনটিই নয়
ঘ) কার্যধারা বন্ধ করবে

উত্তর: মঞ্জুর করবে না

প্রশ্ন: ১০। মামলার আরজিতে উপস্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নিদির্ষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফল হবে-
ক) অস্বীকৃত বলে গণ্য
খ) উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে
গ) সবগুলো
ঘ) বিষয়ে পাল্টা সাক্ষ্য দেয়া যাবে

উত্তর: উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে

প্রশ্ন: ১১। Complaint প্রত্যাহার করা হলে আসামী-
ক) দন্ড পাবে
খ) খালাস পাবে
গ) মুক্তি পাবে
ঘ) অব্যহতি পাবে

উত্তর: খালাস পাবে

প্রশ্ন: ১২। অপহরণ কোন ধরণের অপরাধ?
ক) আপোষযোগ্য
খ) আমলযোগ্য ও আপোষযোগ্য নয়
গ) আমলযোগ্য
ঘ) আপোষযোগ্য নয়

উত্তর: আমলযোগ্য ও আপোষযোগ্য নয়

প্রশ্ন: ১৩। লিখিত বিবৃতিতে পারষ্পরিক দায় শোধের বর্ণনা থাকবে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৮ রুল ৪
খ) অর্ডার ৮ রুল ২
গ) অর্ডার ৮ রুল ৫
ঘ) অর্ডার ৮ রুল ৬

উত্তর: অর্ডার ৮ রুল ৬

প্রশ্ন: ১৪। ম্যাজিস্ট্রেট কত ধারা বলে মামলা আমলে নিতে পারেন?
ক) ১৯০ ধারা
খ) ১৯৫ ধারা
গ) ২০২ ধারা
ঘ) ২০০ ধারা

উত্তর: ১৯০ ধারা

প্রশ্ন: ১৫। ১৪৫ ধারায় বিরোধের বিষয় বস্তু কোনটি-
ক) সবগুলি
খ) কপিরাইট
গ) স্থাবর সম্পত্তি
ঘ) অস্থাবর সম্পত্তি

উত্তর: স্থাবর সম্পত্তি

প্রশ্ন: ১৬। রফিক, শফিক কে তার সম্মতি ছাড়া মালোশিয়া নিয়ে যায়। রফিক এর অপরাধ হবে-
ক) বেআইনী আটক
খ) মানব পাচার
গ) শিশু পাচার
ঘ) অপহরণ

উত্তর: মানব পাচার

প্রশ্ন: ১৭। বাংলাদেশ বার কাউন্সিল একটি –
ক) সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা
খ) সাংবিধানিক সংস্থা
গ) বেসরকারি সংস্থা
ঘ) স্বায়ত্ত্বশাসিত সংস্থা

উত্তর: স্বায়ত্ত্বশাসিত সংস্থা

প্রশ্ন: ১৮। যে ক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হলে তার ফলাফল কি?
ক) সবকয়টি
খ) সেই ব্যক্তির জন্য মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে
গ) সকল পক্ষের জন্য মামলার তামাদির মেয়াদ একই হবে
ঘ) সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে

উত্তর: সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে

প্রশ্ন: ১৯। সাব্যস্ত দেনাদার বা দায়িক কে?
ক) যে ব্যক্তির বিপক্ষে ডিক্রি মঞ্জুর করা হয়েছে
খ) যে ব্যক্তির পক্ষে ডিক্রি মঞ্জুর করা হয়েছে
গ) কোনটিই নয়
ঘ) যে ব্যক্তি রায় প্রদান করে

উত্তর: যে ব্যক্তির বিপক্ষে ডিক্রি মঞ্জুর করা হয়েছে

প্রশ্ন: ২০। তামাদি আইনের কোন অনুচ্ছেদে শ্রমিকের মজুরী আদায়ের মামলার তামাদিকাল এক বছর উল্লেখ করা হয়েছে?
ক) অনুচ্ছেদ ৭
খ) অনুচ্ছেদ ১৫
গ) অনুচ্ছেদ ৩
ঘ) অনুচ্ছেদ ৬০

উত্তর: অনুচ্ছেদ ৭

প্রশ্ন: ২১। দেওয়ানী কার্যবিধির আদেশ ৩৯ অনুসারে কোন ধরণের নিষেধাজ্ঞা প্রদান করা যায়?
ক) বাদ্যতামূলক নিষেধাজ্ঞা
খ) সবগুলো
গ) অস্থায়ী নিষেধাজ্ঞা
ঘ) চিরস্থায়ী নিষেধাজ্ঞা

উত্তর: অস্থায়ী নিষেধাজ্ঞা

প্রশ্ন: ২২। বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
ক) সংক্ষুব্দ ব্যক্তির আবেদনে
খ) সরকারের আবেদনে
গ) নিজের ইচ্ছায়
ঘ) নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে

উত্তর: নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে

প্রশ্ন: ২৩। যেইক্ষেত্রে বাদীর অধিকারে হস্তক্ষেপের কারণে যে প্রকৃত ক্ষতি হয়েছে তা নির্ধারেণর কোন মানদন্ড নেই, তখন আদালত নিম্নের কোন সিদ্ধান্তটি দিতে পারে?
ক) স্থায়ী নিষেধাজ্ঞা
খ) অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা
গ) আদেশমূলক নিষেধাজ্ঞা
ঘ) অস্থায়ী নিষেধাজ্ঞা

উত্তর: স্থায়ী নিষেধাজ্ঞা

প্রশ্ন: ২৪। কোন মহানগর এলাকায় পুলিশ অ-আমলযোগ্য মামলার তদন্ত করতে পারবে না, যদি সে অনুমতি না নেয়-
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের
খ) মহা পুলিশ পরিদর্শকের
গ) পুলিশ কমিশনারের
ঘ) জেলা ম্যাজিস্ট্রেটের

উত্তর: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

প্রশ্ন: ২৫। দায়রা জজ কোর্টে আসামীকে খালাস দেয় কোন ধারায়?
ক) ২৬৫(জ) ধারায়
খ) ২৬৫(ক) ধারায়
গ) ২৬৫(ঘ) ধারায়
ঘ) ২৬৫(ঙ) ধারায়

উত্তর: ২৬৫(জ) ধারায়

নিউজঃ