Audio Test-117
প্রশ্ন: ১। বাদীর গরহাজিরার জন্য মামলা খারিজ হলে বাদীর প্রতিকার কোনটি?
ক) আপিল
খ) রিভিশন
গ) নতুন মামলা দায়ের
ঘ) মামলা খারিজ আদেশ বাতিলের আবেদন
উত্তর: মামলা খারিজ আদেশ বাতিলের আবেদন
প্রশ্ন: ২। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে রিভিশন করিতে হইবে-
ক) জেলা জজ আদালত
খ) অতিরিক্ত জেলা জজ আদালত
গ) হাইকোর্ট বিভাগ
ঘ) আপীল বিভাগ
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ৩। একতরফা ডিক্রি সরাসরি রহিতের আবেদন করতে হবে কত দিনের মধ্যে?
ক) ৪৫ দিন
খ) ২১ দিন
গ) ৯০ দিন
ঘ) ৩০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ৪। দন্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করতে হবে ৬০ দিনের মধ্যে ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ১৫৫ অনুচ্ছেদে
খ) ১৫০ অনুচ্ছেদে
গ) ১৫৮ অনুচ্ছেদে
ঘ) ১৫৬ অনুচ্ছেদে
উত্তর: ১৫৫ অনুচ্ছেদে
প্রশ্ন: ৫। আদালতে মামলা একটি পক্ষ নিজের স্বাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিত পূর্ণ প্রশ্ন (Leading question) করিতে পারে?
ক) যে কোন বিষয়ে
খ) তর্কিত বিষয়ে
গ) স্বীকৃতি বিষয়ে
ঘ) বিশেষজ্ঞ মতামত বিষয়ে
উত্তর: *স্বীকৃতি বিষয়ে
প্রশ্ন: ৬। ফৌজদারী মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তাহা প্রমাণের দায়িত্ব কার?
ক) ক্ষতিগ্রস্থ ব্যক্তির
খ) উক্ত দাবি উপস্থাপনকারীর
গ) রাষ্ট্রের
ঘ) অভিযোগকারীর
উত্তর: উক্ত দাবি উপস্থাপনকারীর
প্রশ্ন: ৭। একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপীল করতে পারে-
ক) ৯০ দিনের মধ্যে
খ) ৩০ দিনের মধ্যে
গ) ৬০ দিনের মধ্যে
ঘ) ১২০ দিনের মধ্যে
উত্তর: ৬০ দিনের মধ্যে
প্রশ্ন: ৮। ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান কয়টি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৫টি
ঘ) ৩টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ৯। কোন স্বাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
ক) ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা
খ) কোনটিই নয়
গ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
ঘ) তাহার ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা
উত্তর: তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
প্রশ্ন: ১০। বিবাদীর বিরুদ্ধে প্রদত্ত একতরফা ডিক্রি বাতিলের জন্য বিবাদী কোন আদালতে আবেদন করবেন?
ক) হাইকোর্ট বিভাগে
খ) জেলা জজ আদালতে
গ) আপিল আদালতে
ঘ) ডিক্রি প্রদানকারী আদালতে
উত্তর: ডিক্রি প্রদানকারী আদালতে
প্রশ্ন: ১১। বার কাউন্সিল কার পূর্ব অনুমতি নিয়ে বিধি প্রণয়ন করতে পারে?
ক) সরকারের
খ) প্রধান বিচারপতির
গ) রাষ্ট্রপতির
ঘ) সবকয়টি
উত্তর: সরকারের
প্রশ্ন: ১২। যুগ্ন দায়রা জজ আদালত হতে একটি মামলা প্রত্যাহার করতে পারেন সংশ্লিষ্ট-
ক) বিভাগীয় জজ
খ) দায়রা জজ
গ) স্পেশাল জজ
ঘ) জেলা জজ
উত্তর: দায়রা জজ
প্রশ্ন: ১৩। ১৮৭২ সালের সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বর্নিত আছে?
ক) ৮ ধারা
খ) ১১ ধারা
গ) ১০ ধারা
ঘ) ৫ ধারা
উত্তর: ১০ ধারা
প্রশ্ন: ১৪। সাক্ষীকে কখন প্রশ্ন করতে হবে এবং কখন সাক্ষী উত্তর দিতে বাধ্য হবে তা কে নির্ধারণ করবে?
ক) আসামী পক্ষ
খ) এ্যাডভোকেট
গ) আদালত
ঘ) এর্টনী যেনারেল
উত্তর: আদালত
প্রশ্ন: ১৫। দেনমোহর আদায়ের মামলায় তামাদিকাল ৩ বছর ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ১৪৪ ও ১৪৫ অনুচ্ছেদে
খ) সবগুলো
গ) ১৪৫ অনুচ্ছেদে
ঘ) ১০২ ও ১০৩ অনুচ্ছেদে
উত্তর: ১০২ ও ১০৩ অনুচ্ছেদে
প্রশ্ন: ১৬। প্রশ্নের উত্তর দিতে সাক্ষী অস্বীকার করলে আদালত কি মনে করবে?
ক) প্রশ্নটি অপ্রাসঙ্গিক ছিল
খ) সবকটি
গ) সাক্ষীর ইচ্ছা নেই
ঘ) সাক্ষী উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে
উত্তর: সাক্ষী উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে
প্রশ্ন: ১৭। ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৪৭৬ ধারার অধীন Complaint দায়েরের আবেদন প্রত্যাখান করে দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত আদেশ-
ক) রিভিও যোগ্য
খ) কোনটাই না
গ) আপীল যোগ্য
ঘ) রিভিশন যোগ্য
উত্তর: আপীল যোগ্য
প্রশ্ন: ১৮। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি-
ক) Rules
খ) Act
গ) President’s Order
ঘ) Ordinance
উত্তর: President’s Order
প্রশ্ন: ১৯। দলিল রদ ও জাল ঘোষণা মামলার তামাদিকাল তিন বছর ইহা তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা হয়েছে?
ক) ৭ অনুচ্ছেদে
খ) ৯১ ও ৯২ অনুচ্ছেদে
গ) ১৫৫ ও ১৫৮ অনুচ্ছেদে
ঘ) ১৪৫ অনুচ্ছেদে
উত্তর: ৯১ ও ৯২ অনুচ্ছেদে
প্রশ্ন: ২০। প্রতারণার মামলা কে আপোষ করতে পারে?
ক) পুলিশ
খ) ম্যাজিস্ট্রেট
গ) সবকটি
ঘ) প্রতারিত ব্যক্তি
উত্তর: প্রতারিত ব্যক্তি
প্রশ্ন: ২১। অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
ক) অস্থায়ী নিষেধাজ্ঞা হলো ডিক্রি এবং স্থায়ী নিষেধাজ্ঞা হলো আদেশ
খ) অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা উভয় ডিক্রি
গ) অস্থায়ী নিষেধাজ্ঞা হলো আদেশ এবং স্থায়ী নিষেধাজ্ঞা হলো ডিক্রি
ঘ) কোনটিই নয়
উত্তর: অস্থায়ী নিষেধাজ্ঞা হলো আদেশ এবং স্থায়ী নিষেধাজ্ঞা হলো ডিক্রি
প্রশ্ন: ২২। ফৌজদারী কার্যবিধির ২০৩ ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করলে প্রতিকার কি?
ক) রিভিউ
খ) আপিল
গ) রেফারেন্স
ঘ) রিভিশন
উত্তর: রিভিশন
প্রশ্ন: ২৩। নিবন্ধন কমিটির চেয়ারম্যান হচ্ছেন-
ক) জজ কোর্টের বিচারক
খ) হাইকোর্ট বিভাগের বিচারক
গ) আপিল বিভাগের বিচারক
ঘ) কোনটি না
উত্তর: আপিল বিভাগের বিচারক
প্রশ্ন: ২৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার ডিক্রির বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি রিভিউ করিতে পারে না?
ক) ১২ ধারার
খ) ৮ ধারার
গ) ৯ ধারার
ঘ) ৪২ ধারার
উত্তর: ৯ ধারার
প্রশ্ন: ২৫। দন্ডবিধির কোন ধারায় অপরাধের শাস্তি মৃত্যদন্ড হইবে না?
ক) ৩০৪ ধারা
খ) ৩০৩ ধারা
গ) ৩৯৬ ধারা
ঘ) ৩০২ ধারা
উত্তর: ৩০৪ ধারা