Audio Test-12
প্রশ্ন ১। শান্তি রক্ষা বা সদাচারণের মুচলেকার আদেশের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
ক) চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট
খ) দায়রা আদালতে
গ) সবকয়টি
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: দায়রা আদালতে
প্রশ্ন ২। সাক্ষ্য আইনের কোন ধারা মতে জবানবন্দি গ্রহণকালে Leading question করা যায় না?
ক) ৩৩ ধারা
খ) ১৪২ ধারা
গ) ১৫৫ ধারা
ঘ) ১৫৩ ধারা
উত্তর: ১৪২ ধারা
প্রশ্ন ৩। যেইক্ষেত্রে মামলা দায়েরের অধিকারী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দলিল প্রতারণার মাধ্যমে গোপণ রাখা হইলে যেই দিন উক্ত ব্যক্তির সর্বপ্রথম দলিল হস্তাগত হইবে, সেই দিন হইতে তামাদি গণনা শুরু হইবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১২ ধারা
খ) ১৮ ধারা
গ) ১৫ ধারা
ঘ) ১৪ ধারা
উত্তর: ১৮ ধারা
প্রশ্ন ৪। একটি আপীল নিস্পত্তির সময়সীমা কত দিন?
ক) ৪০ দিন
খ) ৬০ দিন
গ) ১৮০ দিন
ঘ) ৯০ দিন
উত্তর: ৯০ দিন
প্রশ্ন ৫। ফৌজদারী মামলা দায়ের করা যায় কত ভাবে?
ক) ২ ভাবে
খ) ৬ ভাবে
গ) ৩ ভাবে
ঘ) ৪ ভাবে
উত্তর: ২ ভাবে
প্রশ্ন ৬। দুষ্কর্মে সহায়তার শাস্তি কোন ধারার বিধান মতে দেওয়া হয়?
ক) ১০৯ ধারার
খ) ১৪৯ ধারার
গ) ১০৭ ধারার
ঘ) ১১২ ধারার
উত্তর: ১০৯ ধারার
প্রশ্ন ৭। দেওয়ানী কার্যবিধির ১৫ ধারার বিধান হইল-
ক) মোকদ্দমার বিষয়বস্তু যেখানে বিদ্যমান সেখানে মামলা দায়ের করতে হবে
খ) বাদী যে আদালতের এখতিয়ার বসবাস করে সে আদালতে মামলা দায়ের করতে হবে
গ) দেওয়ানী মামলা দেওয়ানী আদালতেই দায়ের করতে হবে
ঘ) প্রত্যেকটি মামলা যোগ্যতাসম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে
উত্তর: প্রত্যেকটি মামলা যোগ্যতাসম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে
প্রশ্ন ৮। তামাদি মেয়াদে উত্তীর্ণ হইবার পূর্বে লিখিতভাবে উক্ত দায় স্বীকার করিলে উক্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় হইতে নতুন করিয়া মেয়াদ গণনা করিতে হইবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১৪ ধারা
খ) ১২ ধারা
গ) ১৯ ধারা
ঘ) ১৮ ধারা
উত্তর: ১৯ ধারা
প্রশ্ন ৯। তদন্ত এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কোন উপধারায় বর্নিত আছে?
ক) উপধারা (গ)
খ) উপধারা (ঠ)
গ) উপধারা (জ)
ঘ) উপধারা (চ)
উত্তর: উপধারা (ঠ)
প্রশ্ন ১০। এক তরফা ডিক্রির বিরুদ্ধে রিভিউ করা হয় কোন বিধান অনুসারে?
ক) আদেশ ৯ বিধি ১
খ) আদেশ ৯ বিধি ৯
গ) আদেশ ৪৭ বিধি ১
ঘ) আদেশ ৯ বিধি ১৩ক
উত্তর: আদেশ ৪৭ বিধি ১
প্রশ্ন ১১। ফৌজদারী কার্যবিধিতে রেসজুডিকাটা কত ধারায়?
ক) ৪০৪ ধারায়
খ) ৪০২ ধারায়
গ) ৫০৭ ধারায়
ঘ) ৪০৩ ধারায়
উত্তর: ৪০৩ ধারায়
প্রশ্ন ১২। নিম্নলিখিত কোন ক্ষেত্রে রেস- জুডিকাটা প্রযোজ্য নহে-
ক) মোকদ্দমাটি তামাদীর প্রশ্নে খারিজ হইলে
খ) মোকাদ্দমাটি আপোষে নিষ্পত্তি হইলে
গ) মোকদ্দমাটি না চালানোর জন্য খারিজ হইলে
ঘ) মোকদ্দমাটি এখতিয়ার সম্পূর্ণ আদালতে বিচার নিষ্পত্তি হইলে
উত্তর: মোকদ্দমাটি না চালানোর জন্য খারিজ হইলে
প্রশ্ন ১৩। আইনে যদি কোন দলিল পত্যয়ন (Attested) করার বিধান থাকে, তবে উহা প্রমানের সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? [B.J.S Exam-2012]
ক) ৬৮
খ) ৭০
গ) ৬৯
ঘ) ৭১
উত্তর: ৬৮
প্রশ্ন ১৪। সোলেনামায় কার স্বাক্ষর থাকতে হবে?
ক) উভয় পক্ষের
খ) শুধু বিবাদী পক্ষের
গ) কোন পক্ষের স্বাক্ষরের প্রয়োজন নেই
ঘ) শুধু বাদী পক্ষের
উত্তর: উভয় পক্ষের
প্রশ্ন ১৫। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা কত?
ক) ২ জন
খ) ৫ জন
গ) ১৫ জন
ঘ) ১০ জন
উত্তর: ৫ জন
প্রশ্ন ১৬। জিম্মাদার অস্থাবর সম্পত্তির দখল পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন বিধান অনুসারে-
ক) ১২ ধারা
খ) ১০ ধারা
গ) ৮ ধারা
ঘ) ৯ ধারা
উত্তর: ১০ ধারা
প্রশ্ন ১৭। তামাদি আইনের ৬ এবং ৭ ধারায় ব্যতিক্রমের বিধানটি উল্লেখ আছে-
ক) ৯ ধারায়
খ) ৮ ধারায়
গ) ১২ ধারায়
ঘ) ১০ ধারায়
উত্তর: ৮ ধারায়
প্রশ্ন ১৮। যে লিখন বা দলিল সাক্ষীর স্মৃতিপুনরুজ্জীবিত করার জন্য ব্যবহৃত হয় তাহার বিরুদ্ধে চাহিলে আদালতে উপস্থাপন করতে ইহা কত ধারার ভাষ্য?
ক) ১৬০ ধারা
খ) ১৬৪ ধারা
গ) ১৬১ ধারা
ঘ) ১৬৫ ধারা
উত্তর: ১৬১ ধারা
প্রশ্ন ১৯। ভয়ভীতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করিলে উহা-
ক) আইনের পরিপন্থী হবে
খ) প্রাসঙ্গিক হবে
গ) অবৈধ হবে
ঘ) অপ্রাসঙ্গিক হবে
উত্তর: অপ্রাসঙ্গিক হবে
প্রশ্ন ২০। নাবালক ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হয়-
ক) জড়বুদ্ধি অবসানের পর
খ) নাবালকত্ব অর্জনের দিন থেকে
গ) সবগুলো
ঘ) সাবালকত্ব অর্জন করলে
উত্তর: সাবালকত্ব অর্জন করলে
প্রশ্ন ২১। ঘরে আগুন দেওয়ার উদ্যোগ নিলে মৃত্যু ঘটানো যায়, ইহা দন্ডবিধির কোন ধারার বিধান?
ক) ১০০ ধারার
খ) ১০২ ধারার
গ) ১০১ ধারার
ঘ) ১০৩ ধারার
উত্তর: ১০৩ ধারার
প্রশ্ন ২২। দেওয়ানী কার্যবিধির ৩০ ধারা অনুযায়ী কাউকে আদালত হাজির হওয়ার জন্য সমন প্রদান করলে সে যদি সময়মত হাজির না হয়, তাহলে আদালত তাকে কত টাকা জরিমানা করিবেন?
ক) ৮০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৭০০ টাকা
উত্তর: ৫০০ টাকা
প্রশ্ন ২৩। আদালত বিচার্য বিষয় কখন সংশোধন বা কর্তন করতে পারে?
ক) ডিক্রি প্রদানের পূর্বে যে কোন সময়
খ) যুক্তিতর্ক উপস্থাপনের পূর্বে
গ) মোকদ্দমার যে কোন পর্যায়ে
ঘ) কোনটিই নয়
উত্তর: ডিক্রি প্রদানের পূর্বে যে কোন সময়
প্রশ্ন ২৪। যে সকল ক্ষেত্রে চুক্তি সুনিদির্ষ্টভাবে কার্যকর করা যায় তাহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১৫ ধারা
খ) ১৩ ধারা
গ) ১২ ধারা
ঘ) ১০ ধারা
উত্তর: ১২ ধারা
প্রশ্ন ২৫। রেস-জুডিকাটার বিধান কোন ধারায় বর্ননা করা হইয়াছে?
ক) ১০ ধারায়
খ) ১২ ধারায়
গ) ১১ ধারায়
ঘ) ১৪ ধারায়
উত্তর: ১১ ধারায়