Audio Test-36
প্রশ্ন: ১। সর্বপ্রথম তামাদি আইন কার্যকর হয় কত সালে?
ক) ১৯০৮ সালে
খ) ১৮৫৯ সালে
গ) ১৯০৯ সালে
ঘ) ১৮৭২ সালে
উত্তর: ১৯০৯ সালে
প্রশ্ন: ২। খালাসের আপীল আবেদনের তামাদি মেয়াদকাল কত?
ক) ৪৫ দিন
খ) ১২০ দিন
গ) ৩০ দিন
ঘ) ৬০ দিন
উত্তর: ৬০ দিন
প্রশ্ন: ৩। বোবা সাক্ষী কত ধারা অনুযায়ী সাক্ষ্য দিতে পারে?
ক) ১২১ ধারা
খ) ১১৭ ধারা
গ) ১১৯ ধারা
ঘ) ১১৮ ধারা
উত্তর: ১১৯ ধারা
প্রশ্ন: ৪। বার কাউন্সিলের আদেশের কোন অনুচ্ছেদ বলে বার কাউন্সিল এডভোকেটগণের পেশাগত অভিযোগ বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে পারে?
ক) ৩৩ অনুচ্ছেদ
খ) ৩২ অনুচ্ছেদ
গ) ৩৫ অনুচ্ছেদ
ঘ) ৩০ অনুচ্ছেদ
উত্তর: ৩৩ অনুচ্ছেদ
প্রশ্ন: ৫। স্বত্ব সাব্যস্ত খাস দখলের মামলা তামাদিকাল ১২ বছর ইহা কোন অনুচ্ছেদে বলা হইয়াছে?
ক) ১৫০ অনুচ্ছেদে
খ) ১৪২ অনুচ্ছেদে
গ) ১৪৮ অনুচ্ছেদে
ঘ) ১৪৪ অনুচ্ছেদে
উত্তর: ১৪২ অনুচ্ছেদে
প্রশ্ন: ৬। কর্পোরেশন কর্তৃক অথবা উহার বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বলা হইয়াছে?
ক) অর্ডার ২৯
খ) অর্ডার ২৫
গ) অর্ডার ২৬
ঘ) অর্ডার ২৭
উত্তর: অর্ডার ২৯
প্রশ্ন: ৭। দন্ডবিধির ৩৬৩ ধারায় সর্বোচ্চ কারাদন্ড কত?
ক) ১৪ বছর কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) ৭ বছর কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড
প্রশ্ন: ৮। পুলিশ চুড়ান্ত রিপোট দাখিল করিলে ম্যাজিস্ট্রেট এইরুপ রিপোট গ্রহন করিতে এবং তদনুযায়ী আসামীকে অব্যহতি দিতে পারেন ইহা কোন ধারার বিধান?
ক) ২০২(২খ) ধারা
খ) ২০০(২) ধারা
গ) ২০০ ধারা
ঘ) ২০২(২ক) ধারা
উত্তর: ২০২(২খ) ধারা
প্রশ্ন: ৯। একজন এডভোকেট স্বেচ্ছায় বার কাউন্সিলের কোন বিধি অনুযায়ী সনদ স্থগিত রাখার আবেদন করতে পারে?
ক) ৭৫ বিধি
খ) ৬৫ বিধি
গ) ২৭ বিধি
ঘ) ৭০ বিধি
উত্তর: ৭০ বিধি
প্রশ্ন: ১০। ম্যাজিস্ট্রেট কোন ধারা অনুযায়ী আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন?
ক) ২৪১ ধারা
খ) ২৪২ ধারা
গ) ২৪০ ধারা
ঘ) ২৪৪ ধারা
উত্তর: ২৪২ ধারা
প্রশ্ন: ১১। যার বরাবর সমন জারী করা হয়, তার নিকট ব্যক্তিগত ভাবে সমনের কয়টি কপি দিয়ে আসতে হয়?
ক) ৩ টি
খ) ১ টি
গ) ৫ টি
ঘ) ২ টি
উত্তর: ১ টি
প্রশ্ন: ১২। মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধ অনুষ্ঠানের পথ সুগম করার জন্য কেউ ষড়যন্ত্র গোপন করলে কত বছর কারাদন্ডে দন্ডিত হতে পারে?
ক) ৫ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) ১০ বছর কারাদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড
প্রশ্ন: ১৩। স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন প্রেরণ দেওয়ানী কার্যবিধির অর্ডার ২৬ এর কোন রুলে?
ক) রুল ৪
খ) রুল ১১
গ) রুল ৯
ঘ) রুল ১৩
উত্তর: রুল ১৩
প্রশ্ন: ১৪। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে?
ক) ১৮৫৯ সালে
খ) ১৮৭২ সালে
গ) ১৯০৮ সালে
ঘ) ১৮৬০ সালে
উত্তর: ১৮৫৯ সালে
প্রশ্ন: ১৫। আদালত কখন আরজী জবাব সংশোধনের অনুমতি দিবে না?
ক) সবকটি কারনে
খ) মামলারর মূল্য পরিবর্তীত হইলে
গ) মামলার আকৃতি প্রকৃতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকিলে
ঘ) মামলা অর্থহীন হওয়ার সম্ভবনা থাকিলে
উত্তর: মামলার আকৃতি প্রকৃতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকিলে
প্রশ্ন: ১৬। সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে-
ক) যোগ্য সাক্ষী
খ) সংশ্লিষ্ট সাক্ষী
গ) অযোগ্য সাক্ষী
ঘ) নিশ্চিত সাক্ষী
উত্তর: যোগ্য সাক্ষী
প্রশ্ন: ১৭। কেবল অপর পক্ষকে হয়রানির লক্ষ্যে কোন পক্ষ একটি দেওয়ানী মামলা করতে ইচ্ছুক- এক্ষেত্রে একজন এডভোকেট-
ক) বিরুদ্ধ পক্ষের এডভোকেটকে সাহায্য করবেন
খ) নিযুক্তীয় এডভোকেট হিসাবে মামলাটি পরিচালনা করবেন
গ) আদালতের অনুমতি নিয়ে মামলাটি গ্রহণ করবেন
ঘ) মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন
উত্তর: মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন
প্রশ্ন: ১৮। অপহরণের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৫৯ ধারা
খ) ৩৬৩ ধারা
গ) ৩৬২ ধারা
ঘ) ৩৬০ ধারা
উত্তর: ৩৬২ ধারা
প্রশ্ন: ১৯। তামাদী আইন ১৯০৮ সালে কত নম্বর আইন?
ক) ২ নম্বর
খ) ৯ নম্বর
গ) ৩ নম্বর
ঘ) ৫ নম্বর
উত্তর: ৯ নম্বর
প্রশ্ন: ২০। প্রত্যাপনের জন্য আবেদন কোন আদালতে করিতে হয়?
ক) যে কোন একটিতে
খ) প্রাথমিক আদালতে
গ) হাইকোর্ট বিভাগ
ঘ) আপিল আদালতে
উত্তর: প্রাথমিক আদালতে
প্রশ্ন: ২১। কোন ব্যক্তি মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড বা দু ইবা ততোধিক বছরের জন্য সশ্রম কারাদন্ডে দন্ডনীয় অপরাধ ছাড়া অন্য কোন অপরাধের জন্য ষড়যন্ত্র করলে তার কত দিনের কারাদন্ড হতে পারে?
ক) ৩ মাস কারাদন্ড
খ) ৬ মাস কারাদন্ড
গ) ১ মাস কারাদন্ড
ঘ) ২ মাস কারাদন্ড
উত্তর: ৬ মাস কারাদন্ড
প্রশ্ন: ২২। নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়?
ক) মূল বিক্রয় দলিল
খ) মূল বিক্রয় দলিলের খসড়া
গ) মূল বন্ধকি দলিল
ঘ) মূল বিক্রয় দলিলের ফোটোগ্রাফ
উত্তর: মূল বিক্রয় দলিলের ফোটোগ্রাফ
প্রশ্ন: ২৩। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়?
ক) মামলার যে কোন পর্যায়ে
খ) মামলা প্রথম শুণানীর পর
গ) মামলার গুণাগুণের উপর ভিক্তি করিয়া প্রদত্ত ডিক্রী দ্বারা
ঘ) সবগুলো
উত্তর: মামলার গুণাগুণের উপর ভিক্তি করিয়া প্রদত্ত ডিক্রী দ্বারা
প্রশ্ন: ২৪। আত্নহত্যা প্রভৃতির সম্পর্কে অনুসন্ধানের সময় পুলিশ কোন ধারা বলে লোকজন কে সমন দিতে পারে?
ক) ১৭৩ ধারা
খ) ১৭০ ধারা
গ) ১৭৫ ধারা
ঘ) ২৭৫ ধারা
উত্তর: ১৭৫ ধারা
প্রশ্ন: ২৫। জবর দখলকারী মালিকানা লাভের জন্য মামলা করার তামাদিকাল কত?
ক) ৩০ বছর
খ) ৬ বছর
গ) ২০ বছর
ঘ) ১২ বছর
উত্তর: ১২ বছর