Audio Test-53

প্রশ্ন: ১। স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ব অস্বীকার পূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের সময়সীমা –
ক) ৩ বছর
খ) ৬ বছর
গ) ১২ বছর
ঘ) ৬ মাস

উত্তর: ১২ বছর

প্রশ্ন: ২। প্রকাশ্য স্থানে মারামারির ক্ষেত্রে শাস্তির বিধান কত ধারায়?
ক) ১৬০ ধারায়
খ) ১৫৯ ধারায়
গ) ১২০ক ধারায়
ঘ) ১৫৮ ধারায়

উত্তর: ১৬০ ধারায়

প্রশ্ন: ৩। বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের বিচার করতে হলে কার অনুমতি লাগে?
ক) বিচারপতির
খ) রাষ্ট্রপতির
গ) সংসদের
ঘ) সরকারের

উত্তর: সরকারের

প্রশ্ন: ৪। ক্রিমিনাল প্রসিডিউর কোডের কত ধারায় হাইকোর্টকে অন্তর্নিহিত ক্ষমতা প্রদান করা হয়েছে?
ক) কোনটিই নয়
খ) ৫৬১(ক) ধারায়
গ) ৫৬১ ধারায়
ঘ) ৫৬০ ধারায়

উত্তর: ৫৬১(ক) ধারায়

প্রশ্ন: ৫। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামানত নাকচের আদেশ দিলে কোথায় আপিল করতে হবে?
ক) সবকয়টি
খ) দায়রা আদালতে
গ) হাইকোর্ট বিভাগে
ঘ) মহানগর দায়রা আদালতে

উত্তর: মহানগর দায়রা আদালতে

প্রশ্ন: ৬। জালিয়াতির শাস্তি কোন ধারায়?
ক) ৪৬৬ ধারায়
খ) ৪৭০ ধারায়
গ) ৪৬৪ ধারায়
ঘ) ৪৬৫ ধারায়

উত্তর: ৪৬৫ ধারায়

প্রশ্ন: ৭। দেওয়ানী কার্যবিধির ১০৭ ধারার বিধান অনুুযায়ী নিম্নের কোনটি আপীল আদালতের ক্ষমতার অন্তর্ভূক্ত নহে?
ক) আরজি গ্রহন
খ) অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
গ) সবগুলো
ঘ) অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ

উত্তর: আরজি গ্রহন

প্রশ্ন: ৮। আপীলকারী শুনানীর তারিখে গর হাজির থাকলে বা ত্রুটিজনিত কারণে আপীল খারিজ হইলে আপীলকারী কত দিনের মধ্যে তাহা পুনর্গ্রহনের আবেদন করিতে পারে?
ক) ৬০ দিন
খ) ১৫ দিন
গ) ৯০ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ৯। সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) কোনটিই নয়
খ) আপীল
গ) রিভিশন
ঘ) রিট মামলা

উত্তর: আপীল

প্রশ্ন: ১০। যেসব ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির প্রদর্শন করে তা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কোন ধারায় বিধানটি বর্নিত?
ক) ১২ ধারা
খ) ১৫ ধারা
গ) ১৪ ধারা
ঘ) ১১ ধারা

উত্তর: ১৪ ধারা

প্রশ্ন: ১১। বাধ্যতামূলক নিষেধাজ্ঞারর মোকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হইবে-
ক) স্বত্ব ও স্বার্থ
খ) মালিকানা
গ) স্বার্থ
ঘ) বিশেষ ক্ষতি

উত্তর: বিশেষ ক্ষতি

প্রশ্ন: ১২। সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপীল দায়ের করতে হয়?
ক) ১২০
খ) ৩০
গ) ৬০
ঘ) ৯০

উত্তর: ৩০

প্রশ্ন: ১৩। সমন এ স্বাক্ষর থাকতে হবে-
ক) এ্যাডভোকেটের
খ) বাদীর পক্ষের এডভোকেটের
গ) বিচারকের অথবা আদালতের অফিসারের
ঘ) বাদীর

উত্তর: বিচারকের অথবা আদালতের অফিসারের

প্রশ্ন: ১৪। স্বীকৃতি কে দিতে পারে?
ক) বিবাদী
খ) বাদী এবং বিবাদী
গ) মোকদ্দমার যে কোন পক্ষ বা পক্ষের প্রতিনিধি
ঘ) বাদী

উত্তর: মোকদ্দমার যে কোন পক্ষ বা পক্ষের প্রতিনিধি

প্রশ্ন: ১৫। বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
ক) সরকারের আবেদনে
খ) নিজের ইচ্ছায়
গ) নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যাক্তির আবেদনে
ঘ) সংক্ষুব্দ ব্যক্তির আবেদনে

উত্তর: নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যাক্তির আবেদনে

প্রশ্ন: ১৬। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমায় বাদীকে নিম্নের কোন বিষটি প্রমান করতে হবে না?
ক) কোনটিই নয়
খ) বিবাদী তাকে বেদখল করেছে
গ) তিনি সম্পত্তিটি দখল ছিলেন
ঘ) সম্পত্তিতে বাদীর স্বত্ব রয়েছে

উত্তর: সম্পত্তিতে বাদীর স্বত্ব রয়েছে

প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইন কোন প্রকৃতির আইন?
ক) পদ্ধতিগত আইন
খ) সাংবিধানিক আইন
গ) মূল আইন
ঘ) প্রতিকারমূলক আইন

উত্তর: পদ্ধতিগত আইন

প্রশ্ন: ১৮। সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু পর্যন্ত ঘটোনো কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক) দস্যুতা
খ) রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ
গ) বাসগৃহে অগ্নি সংযোগ
ঘ) সবগুলো

উত্তর: সবগুলো

প্রশ্ন: ১৯। ‘X’ নাবালক থাকাকালে ঘোষণা মূলক মামলা করার অধিকার জন্মে। ‘X’ এর মামলা করার তামাদী মেয়াদ গণনা শুরু হবে কখন হবে?
ক) X সাবালক হবার ৩ বৎসরের পর থেকে
খ) X সাবালক হবার ২ বছরের পর থেকে
গ) X সাবালক হওয়ার ৩ বছরের মধ্যে
ঘ) X সাবালক হওয়ার পর থেকে

উত্তর: X সাবালক হওয়ার পর থেকে

প্রশ্ন: ২০। ফৌজদারী কার্যবিধির কত ধারায় দোষারোপের সংজ্ঞা দেওয়া হয়েছে?
ক) ৪(ক) ধারা
খ) ৪(খ) ধারা
গ) ৪(ঙ) ধারা
ঘ) ৪(গ) ধারা

উত্তর: ৪(গ) ধারা

প্রশ্ন: ২১। সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হবার বছরের –
ক) মে মাসের ৩০ তারিখে বা তার আগে
খ) মার্চ মাসের ৩০ তারিখে বা তার আগে
গ) মার্চ মাসের ৩১ তারিখে বা তার আগে
ঘ) মে মাসের ৩১ তারিখে বা তার আগে

উত্তর: মে মাসের ৩১ তারিখে বা তার আগে

প্রশ্ন: ২২। নালিশ করতে হয় কার নিকট-
ক) জেলা জজ আদালতে
খ) বিশেষ ট্রাইবূনালে
গ) ম্যাজিস্ট্রেট
ঘ) দায়রা জজ আদালতে

উত্তর: ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ২৩। ফৌজদারী কার্যবিধির কত ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার করার বিধানটি বর্নিত আছে?
ক) ৩৩৯ ডি ধারায়
খ) ৩৪১ ধারায়
গ) ৩৩৮ ধারায়
ঘ) ৩৩৯ বি ধারায়

উত্তর: ৩৩৯ বি ধারায়

প্রশ্ন: ২৪। আরজি কি কারণে প্রত্যাখান করা যায়?
ক) দাবীকৃত প্রতিকারের কম মূল্য হলে
খ) আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে
গ) সব ক্ষেত্রেই
ঘ) আইনে বাতিল হবে

উত্তর: সব ক্ষেত্রেই

প্রশ্ন: ২৫। আপীলকারী খরচাদি জমা না দেওয়ার কারণে নোটিশজারী না হলে আদালত কি পদক্ষেপ নিতে পারে?
ক) আপীল খারিজ করে দিতে পারে
খ) আপীলকারীকে কারণ দর্শাতে বলতে পারে
গ) সবগুলো
ঘ) রায় ঘোষণা করতে পারে

উত্তর: আপীল খারিজ করে দিতে পারে

নিউজঃ