Audio Test-58
প্রশ্ন: ১। আইনগত অপারগতা শেষ হলে, কত বছরের বেশী সময় তামাদি কাল থাকবে না?
ক) ৫ বছর
খ) ১২ বছর
গ) ৩ বছর
ঘ) ২ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ২। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদন্ড হতে পারে?
ক) ৫ বছর কারাদন্ড
খ) ৬ মাস কারাদন্ড
গ) ২ বছর কারাদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড
উত্তর: ৫ বছর কারাদন্ড
প্রশ্ন: ৩। অভিব্যক্তির মধ্যে কোনটি দন্ডবিধিতে উল্লেখ আছে এবং যা mensrea কে নির্দেশ করে?
ক) Good faith
খ) Dishonesty
গ) Guilty Mind
ঘ) Criminal Mind
উত্তর: Guilty Mind
প্রশ্ন: ৪। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি-
ক) Ordinance
খ) Act
গ) Rules
ঘ) President’s Order
উত্তর: President’s Order
প্রশ্ন: ৫। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ১৯ ধারার বিধান আদালতকে প্রদান করেছে-
ক) চুক্তি বাস্তবায়নের বিধান
খ) চুক্তি সুনিদির্ষ্ট কার্যকরী না করার বিধান
গ) কোনটিই নয়
ঘ) চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা
উত্তর: চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা
প্রশ্ন: ৬। তামাদি আইনের ৬ ধারায় মোট কয়টি আইনগত অপরাগতার বিষয় উল্লেখ আছে?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ২টি
উত্তর: ৩টি
প্রশ্ন: ৭। সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোন অপরাধীকে সর্বোচ্চ কত বছরের জেল দেওয়া যায়?
ক) ৩ বছরের অধিক মেয়াদে নয়
খ) দুই বছরের অধিক নয়
গ) দুই বছরের মেয়াদে
ঘ) ৫ বছরের অধিক মেয়াদে
উত্তর: দুই বছরের অধিক নয়
প্রশ্ন: ৮। পৃথক অভিযোগ গঠন করতে হবে-
ক) সবকয়টি
খ) যে কোন অপরাধের জন্য
গ) সুস্পষ্ট অপরাধের জন্য
ঘ) ২ এর অধিক অপরাধের জন্য
উত্তর: সুস্পষ্ট অপরাধের জন্য
প্রশ্ন: ৯। দন্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা জনিত দায় সম্পর্কে বিধান আছে?
ক) ১০৯ ধারা
খ) ৩৪ ধারা
গ) ১৪১ ধারা
ঘ) ১৪৩ ধারা
উত্তর: ৩৪ ধারা
প্রশ্ন: ১০। ফৌজদারী মামলা কয় প্রকার-
ক) ৬ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ২ প্রকার
উত্তর: ২ প্রকার
প্রশ্ন: ১১। কত বছরের কম বয়সী ব্যক্তির কাছে অশ্লিল পুস্তক বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ?
ক) ২০ বছর
খ) ১৮ বছর
গ) ২১ বছর
ঘ) ১৬ বছর
উত্তর: ২০ বছর
প্রশ্ন: ১২। যখন কোন বিষয় প্রমাণিত বা ভুল প্রমাণিত কোনটাই হয়না। তখন তাকে বলা হয়-
ক) ভুল প্রমানিত
খ) কোনটিই নয়
গ) অপ্রমাণিত বা প্রমানিত নয়
ঘ) প্রমানণিত
উত্তর: অপ্রমাণিত বা প্রমানিত নয়
প্রশ্ন: ১৩। ডিক্রি বা আদেশ জারীর সময় হতে কত দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হয়?
ক) ২১ দিন
খ) ৭ দিন
গ) ১৫ দিন
ঘ) ৩০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ১৪। আদালত কোন মোকদ্দমায় ঘোষণামূলক ডিক্রি প্রদান করিবেন?
ক) নিষেধাজ্ঞার মোকদ্দমায়
খ) দলিল বাতিলের মোকদ্দমায়
গ) দখল পুনরুদ্ধারের মোকদ্দমায়
ঘ) ঘোষণামূলক মোকদ্দমায়
উত্তর: ঘোষণামূলক মোকদ্দমায়
প্রশ্ন: ১৫। জনসাধারণের প্রতি আচরণ Canosn of professional conduct and Etiquette এর কোন অধ্যায়ে আছে?
ক) ৩ অধ্যায়ে
খ) ১ অধ্যায়ে
গ) ২ অধ্যায়ে
ঘ) ৪ অধ্যায়ে
উত্তর: ৪ অধ্যায়ে
প্রশ্ন: ১৬। বিকল্প সমনজারী বিষয়ে দেওয়ানী কার্যবিধি ৫ অর্ডারের কত নং রুলে বলা হয়েছে?
ক) রুল ১৫
খ) রুল ৫
গ) রুল ১০
ঘ) রুল ২০
উত্তর: রুল ২০
প্রশ্ন: ১৭। কোনটি রায়ের বিষয়বস্তু?
ক) অপরাধীর অপরাধ
খ) বিচার্য বিষয়
গ) সবকয়টি
ঘ) সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কারণ
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ১৮। তামাদী মেয়াদ গণনা একবার আরম্ভ হলে আর স্থগিত হয় না, তবে ইহা কোন ক্ষেত্রে স্থগিত হয়?
ক) অর্থ আদায়ের মামলায় দেনা দারের নিকট পাওনা দারের সম্পত্তি দেখা শুনার দায়িত্ব থাকলে
খ) সবগুলো
গ) যার বিরুদ্ধে মামলা দায়ের হবে সে বিদেশে থাকলে
ঘ) যে মামলা করবে সে ব্যক্তি বিদেশে থাকলে
উত্তর: অর্থ আদায়ের মামলায় দেনা দারের নিকট পাওনা দারের সম্পত্তি দেখা শুনার দায়িত্ব থাকলে
প্রশ্ন: ১৯। দন্ডবিধি কত সালে এবং কত তারিখ কার্যকর হয়?
ক) ১৮৬০ সালে ৭ অক্টোবর হতে
খ) ১৮৬০ সালে ৬ অক্টোবর হতে
গ) ১৮৬০ সালে ১২ অক্টোবর হতে
ঘ) ১৮৬০ সালে ৯ অক্টোবর হতে
উত্তর: ১৮৬০ সালে ৬ অক্টোবর হতে
প্রশ্ন: ২০। জারী কারক কত দিনের মধ্যে সমন জারীর প্রথম পর্যায়ের কার্যক্রম শেষ করবে?
ক) ১৮০ দিনের মধ্যে
খ) ৯০ দিনের মধ্যে
গ) ৩০ দিনের মধ্যে
ঘ) ১২০ দিনের মধ্যে
উত্তর: ৩০ দিনের মধ্যে
প্রশ্ন: ২১। ফৌজদারী কার্যবিধির কত ধারার অধীনে পুলিশ রিমান্ড মুঞ্জুর করে?
ক) ১৭০ ধারা
খ) ১৬৭ ধারা
গ) ১৬৮ ধারা
ঘ) ১৬৬ ধারা
উত্তর: ১৬৭ ধারা
প্রশ্ন: ২২। ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর উক্ত লেখার নীচে তিনি যে মন্তব্য করবেন, তাকে কি বলে?
ক) আরজি
খ) সত্যপাঠ
গ) আদেশ
ঘ) মেমোরেন্ডাম
উত্তর: মেমোরেন্ডাম
প্রশ্ন: ২৩। ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুসারে স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে কোন বিরোধ দেখা দিলে কোন আদালতে মামলা রজু করতে হবে?
ক) নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে
খ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে
গ) জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে
ঘ) নির্বাহী ম্যাজিস্ট্রেটের ও জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে
উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেটের ও জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে
প্রশ্ন: ২৪। আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউসন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে-
ক) আসামীর মুক্তি
খ) আসামী খালাস
গ) কোনটিই নয়
ঘ) আসামী অব্যহতি
উত্তর: আসামী অব্যহতি
প্রশ্ন: ২৫। ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট Confession লিপিবদ্ধ করেন?
ক) ১৬১ ধারা
খ) ১৬৩ ধারা
গ) ১৬৬ ধারা
ঘ) ১৬৪ ধারা
উত্তর: ১৬৪ ধারা