প্রশ্ন: ১। সুনিদিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়?
ক) ১৯০৮ সালে
খ) ১৮৭৭ সালে
গ) ১৭৭৭ সালে
ঘ) ১৮৯৮ সালে
উত্তর: ১৮৭৭ সালে
প্রশ্ন: ২। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৫ ধারার বিধান হচ্ছ-
ক) সবগুলো
খ) সুনিদির্ষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি
গ) আর্থিক ক্ষতিপূরণ বিষয়
ঘ) সুনিদির্ষ্ট প্রতিকারের সংজ্ঞা বিষয়
উত্তর: সুনিদির্ষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি
প্রশ্ন: ৩। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দন্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্টপক্ষ দন্ডবৃদ্ধির জন্য কোথায় আপীল করতে পারে?
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
খ) দায়রা আদালতে
গ) হাইকৌর্ট বিভাগে
ঘ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
উত্তর: হাইকৌর্ট বিভাগে
প্রশ্ন: ৪। দালান সমূহ ভাঙ্গিয়া ফেলা বা মেরামতের সময় তাচ্ছিল্য পূর্ণ আচারণ যাহা মানুষের জীবনের হুমকি স্বরূপ তাহা কোন ধারায় অপরাধ?
ক) ২৮৬ ধারায়
খ) ২৮৫ ধারায়
গ) ২৮৮ ধারায়
ঘ) ২৮৯ ধারায়
উত্তর: ২৮৮ ধারায়
প্রশ্ন: ৫। নিচের কোনটি বিচারিক কার্যক্রমের অন্তর্ভূক্ত?
ক) ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষ্যগ্রহন
খ) মামলার অনুসন্ধান
গ) কোনটিই নয়
ঘ) পুলিশ কর্তৃক জবানবন্দী গ্রহন
উত্তর: ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষ্যগ্রহন
প্রশ্ন: ৬। জেলা পর্যায়ে সর্বোচ্চ দেওয়ানী আদালত কোনটি?
ক) দায়রা জজ আদালত
খ) জেলা ম্যাজিস্ট্রেট আদালত
গ) জেলা জজ আদালত
ঘ) যুগ্ন জেলা জজ আদালত
উত্তর: জেলা জজ আদালত
প্রশ্ন: ৭। বিশেষ আইনের এর সাথে দেওয়ানী কার্যবিধির বিধান সাংঘর্ষিক হলে কোন আইন প্রযোজ্য হবে?
ক) কোনটিই না
খ) বিশেষ আইন
গ) দেওয়ানী কার্যবিধি ও বিশেষ আইন
ঘ) দেওয়ানী কার্যবিধি
উত্তর: বিশেষ আইন
প্রশ্ন: ৮। একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায়-
ক) ১৫ বছর যাবৎ
খ) ৭ বছর যাবৎ
গ) ৩০ বছর যাবৎ
ঘ) ১০ বছর যাবৎ
উত্তর: ৭ বছর যাবৎ
প্রশ্ন: ৯। একটি চুক্তি সুনিদির্ষ্টভাবে বলবৎ করা যায়, যখন-
ক) ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ হয়না
খ) চুক্তিটি প্রকৃতিগতভাবেই প্রত্যাহার যোগ্য
গ) ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়
ঘ) চুক্তিটি সম্পাদনের পূর্বেই চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব বিলীন হয়
উত্তর: ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ হয়না
প্রশ্ন: ১০। যদি কোন প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে, তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন-
ক) ১ বৎসরের জন্য
খ) ৩ বৎসরের জন্য
গ) ৬ বৎসরের জন্য
ঘ) ৫ বৎসরের জন্য
উত্তর: ৫ বৎসরের জন্য
প্রশ্ন: ১১। কোন বিষয়টি প্রমাণের প্রয়োজন নেই?
ক) আইনসভার কার্যসমূহ
খ) সবকটি
গ) বাংলাদেশের আইনসমূহ ও বাংলাদেশের সীমা রেখা
ঘ) আদালত সমূহের সীল মোহর
উত্তর: সবকটি
প্রশ্ন: ১২। ”আব্দুল করিম”, ”রহিম” এর বিরুদ্ধে দেওয়ানী ৩,৫০,০০০ টাকা মামলা দায়ের করতে চাই। “আব্দুল করিম” কোন আদালতে মামলা দায়ের করবে?
ক) জেলা জজ আদালতে
খ) সহকারি জজ আদালতে
গ) যুগ্ন জেলা জজ আদালতে
ঘ) সিনিয়র সহকারি জজ আদালতে
উত্তর: সিনিয়র সহকারি জজ আদালতে
প্রশ্ন: ১৩। কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের সংগঠন?
ক) বার এসোসিয়েশন
খ) বার কাউন্সিল
গ) বার কাউন্সিল ট্রাইব্যুনাল
ঘ) সবকয়টি
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ১৪। অতিরিক্ত জেলা জজ এর নিকট হতে নিম্নের কোন আদালতে মোকদ্দমা প্রত্যাহার করতে পারে?
ক) হাইকোর্ট বিভাগ
খ) আপীল বিভাগ
গ) বিশেষ ট্রাইবূনাল
ঘ) জেলা জজ আদালত
উত্তর: জেলা জজ আদালত
প্রশ্ন: ১৫। একজন দুষ্কর্মে সহযোগী যোগ্য সাক্ষী হবে-
ক) খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে
খ) সহযোগী আসামীর বিরুদ্ধে
গ) ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে
ঘ) পরিচিত ব্যক্তির বিরুদ্ধে
উত্তর: সহযোগী আসামীর বিরুদ্ধে
প্রশ্ন: ১৬। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে-
ক) রিভিশন
খ) আপীল
গ) রিভিউ
ঘ) রেফারেন্স
উত্তর: রিভিশন
প্রশ্ন: ১৭। একটি চুক্তি সুনিদির্ষ্টভাবে বলবৎ করা যায় না, যখন-
ক) চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহার যোগ্য
খ) চুক্তিটির আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না
গ) চুক্তিটির আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না
উত্তর: চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহার যোগ্য
প্রশ্ন: ১৮। চুক্তিটির প্রকৃত ক্ষতি নিরূপণের কোন মাপকাঠি থাকে না
তামাদির মেয়াদ গণনা করতে হবে-
ক) যেকোন সময়ের হিসাব করে
খ) বাংলা সাল অনুসারে
গ) ইংরেজি সাল অনুসারে
ঘ) আরবি সাল অনুসারে
উত্তর: ইংরেজি সাল অনুসারে
প্রশ্ন: ১৯। কপি রাইটস বা মেধাস্বত্ব সংক্রান্ত মোকদ্দমা কোথায় দায়ের করতে হয়?
ক) যুগ্ন জেলা জজ আদালতে
খ) সিনিয়র সহকারী জজ
গ) জেলা জজ আদালতে
ঘ) সহকারী জজ আদালতে
উত্তর: জেলা জজ আদালতে
প্রশ্ন: ২০। দন্ডবিধি আইনে অপহরণ কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৭ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৪ প্রকার
উত্তর: ২ প্রকার
প্রশ্ন: ২১। কোন বিষয়টি আদালত সঠিক বলে অনুমান করবে?
ক) সরকারী কর্তৃত্বাধীন প্রণীত পরিকল্পনাকে
খ) সবকয়টি
গ) ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামীর লিপিবদ্ধ করা বিবৃতি
ঘ) সরকারী কর্তৃত্বাধীন প্রণীত নকশা
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ২২। দেওয়ানী আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারী মামলা দায়ের করতে হয়?
ক) ১২ বৎসর
খ) ৩ বৎসর
গ) ৫ বৎসর
ঘ) ২ বৎসর
উত্তর: ৩ বৎসর
প্রশ্ন: ২৩। মামলার পক্ষ সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোথায় উল্লেখ আছে?
ক) অর্ডার ২
খ) অর্ডার ৬
গ) অর্ডার ৪
ঘ) অর্ডার ১
উত্তর: অর্ডার ১
প্রশ্ন: ২৪। এডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় উনুত্তীর্ণ হইলে পরবর্তীতে অনুষ্ঠিতব্য আর কতটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ না করিলে তাহার লিখিত পরীক্ষার ফলাফল বাতিল বলিয়া গণ্য হইবে?
ক) ২টি
খ) ১টি
গ) ৬টি
ঘ) ৩টি
উত্তর: ২টি
প্রশ্ন: ২৫। যে ক্ষেত্রে কোন কর্ম বা কর্মচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সে ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে?
ক) দুটি আইনের অধীন দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ( Analogous) বিচার হবে
খ) অপরাধীকে যে কোন একটি আইনের অধীন অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে
গ) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে
ঘ) অপরাধী কে দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেওয়া হবে
উত্তর: অপরাধীকে যে কোন একটি আইনের অধীন অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে