প্রশ্ন: ১। দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়?
ক) বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা
খ) সবগুলো ঘোষণা
গ) বাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা
ঘ) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা
উত্তর: সবগুলো ঘোষণা
প্রশ্ন: ২। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় আরজি সংশোধনের আবেদন করতে হয়?
ক) আদেশ-৭, বিধি ১৭
খ) আদেশ-৬, বিধি ১৭
গ) আদেশ-৬, বিধি ১৪
ঘ) আদেশ-৭, বিধি ১৫
উত্তর: আদেশ-৬, বিধি ১৭
প্রশ্ন: ৩। কখন আরজি সংশোধনের আবেদন করতে হবে?
ক) আরজিতে ভুল – ভ্রান্তি থাকলে
খ) আরজিতে মোকদ্দমার তফসীল উল্লেখ না থাকিলে
গ) মোকদ্দমার গুরুত্বপূর্ণ বিষয় যাহা আরজি উল্লেখ না করলে
ঘ) সবগুলো
উত্তর: সবগুলো
প্রশ্ন: ৪। যাবজ্জীবন কারাদন্ডের আদেশের বিরুদ্ধে আপীলের তামাদি মেয়াদ কত দিন?
ক) ৩০ দিন
খ) ৯০ দিন
গ) ৬০ দিন
ঘ) ১২০ দিন
উত্তর: ৬০ দিন
প্রশ্ন: ৫। বার কাউন্সিলে কত ধরনের স্থায়ী কমিটি আছে?
ক) ৭ ধরনের
খ) ৫ ধরনের
গ) ৩ ধরনের
ঘ) ৪ ধরনের
উত্তর: ৪ ধরনের
প্রশ্ন: ৬। বাদী যদি ঘোষণামূলক মোকদ্দমায় আনুসঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত নিম্নের কোন আদেশটি দিতে পারে-
ক) ঘোষণামূলক ডিক্রি দিবে
খ) কোনটিই নয়
গ) ইচ্ছাধীন প্রতিকার দিবে
ঘ) কোন ঘোষণা দিবে না
উত্তর: কোন ঘোষণা দিবে না
প্রশ্ন: ৭। দেওয়ানী কার্যবিধি ২০১২ সালের সংশোধনের পর বর্তমানে বিকল্পভাবে সমন জারি করা যায়-
ক) টিভিতে প্রচারের মাধ্যমে
খ) রেডিওর মাধ্যমে
গ) স্থানীয়ভাবে প্রচারিত প্রত্রিকার মাধ্যমে
ঘ) সবগুলি
উত্তর: স্থানীয়ভাবে প্রচারিত প্রত্রিকার মাধ্যমে
প্রশ্ন: ৮। কোন অপরাধে মৃত্যু সংঘটিত হলে শাস্তি নেই কিন্তু বেঁচেগেলে শাস্তি আছে?
ক) নর হত্যা
খ) খুন
গ) হত্যা
ঘ) আত্মহত্যা
উত্তর: আত্মহত্যা
প্রশ্ন: ৯। নিম্নোক্ত কোন ব্যক্তি সাক্ষী দিতে পারে?
ক) পাগলা ব্যক্তি
খ) সম্পূর্ণ জ্ঞানহীন
গ) বোবা ব্যক্তি
ঘ) সবগুলি
উত্তর: বোবা ব্যক্তি
প্রশ্ন: ১০। আত্মহত্যার চেষ্টার শাস্তি কত ধারায়?
ক) ৩০৫ ধারায়
খ) ৩০৯ ধারায়
গ) ৩০৮ ধারায়
ঘ) ৩০৬ ধারায়
উত্তর: ৩০৯ ধারায়
প্রশ্ন: ১১। ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ সাজা কী?
ক) ১০ বছর সশ্রম কারাদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) মৃত্যুদন্ড
ঘ) ১০ বৎসরের বিনাশ্রম কারাদন্ড
উত্তর: মৃত্যুদন্ড
প্রশ্ন: ১২। একটি আরজিতে সত্যাখান স্বাক্ষর করবে কে?
ক) বিবাদি
খ) বিবাদীর এ্যাডভোকেট
গ) বাদী
ঘ) বাদীর এ্যাডভোকেট
উত্তর: বাদী
প্রশ্ন: ১৩। ‘ক’ এর বিরুদ্ধে প্রতারণামূলে ২০,০০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়, উহা কোন আদালতে বিচার্য?
ক) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে
খ) গ্রাম্য আদালতে
গ) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে
ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে
উত্তর: গ্রাম্য আদালতে
প্রশ্ন: ১৪। কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়?
ক) আসবাবপত্র
খ) জমি
গ) অলঙ্কার
ঘ) নগদ টাকা
উত্তর: জমি
প্রশ্ন: ১৫। ফৌজদারী আইনের কোন ধারায় বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের দায়িত্ব সংক্রান্ত বিধান রয়েছে?
ক) ১৯০
খ) ৩১২
গ) ১৮০
ঘ) ১৮৮
উত্তর: ১৮৮
প্রশ্ন: ১৬। একজন ম্যাজিস্ট্রেট কোন আইনের অপরাধ গ্রহন করিতে পারে না?
ক) Penal Code
খ) The Specific Relif Act
গ) The Dowry Prohibition Act
ঘ) The Negotiable Instruments Act
উত্তর: The Specific Relif Act
প্রশ্ন: ১৭। আব্দুল করিম সাহেব ৩ কোটি টাকা মূল্যমানের একটি মামলা সহকারি জজের আদালতে দায়ের করেন এ ক্ষেত্রে আদালত কি আদেশ দিতে পারেন?
ক) আরজি সংশোধনের
খ) আরজি খারিজের
গ) আরজি ফেরত
ঘ) আপিলের
উত্তর: আরজি ফেরত
প্রশ্ন: ১৮। আদালত কয়টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচর রাখবে?
ক) ১২টি
খ) ১৩টি
গ) ৫টি
ঘ) ১১টি
উত্তর: ১১টি
প্রশ্ন: ১৯। প্লিডিং এ উল্লোখ থাকতে হবে?
ক) দাবী ও ডিনাইল
খ) আদালতের নাম
গ) সবগুলো
ঘ) বাদী বিবাদীর নাম ও ঠিকানা
উত্তর: দাবী ও ডিনাইল
প্রশ্ন: ২০। প্লিডিং এ কোন বিষয়টি উল্লেখ থাকার প্রয়োজন নাই?
ক) ঘটনাবলী যার উপর ভিক্তি করে পক্ষ দাবী উপস্থাপন করেন
খ) সবকটি
গ) সাক্ষ্য প্রমাণ
ঘ) বাদীর দাবী ও বিবাদীর অস্বীকার
উত্তর: সাক্ষ্য প্রমাণ
প্রশ্ন: ২১। ২০১২ সালের দেওয়ানী কার্যবিধির সংশোধিত অর্ডার ৫ রুল ১৫ এর প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্য এর পরিবর্তে প্রতিস্থাপন করা হয়-
ক) প্রাপ্ত বয়স্ক
খ) প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা সদস্য
গ) প্রাপ্ত বয়স্ক মহিলা সদস্য
ঘ) সবগুলি
উত্তর: প্রাপ্ত বয়স্ক
প্রশ্ন: ২২। শুনানী কালে আরজিতে ভুল ধরা পড়লে কি পদক্ষেপ নিবেন?
ক) সবগুলি
খ) বিবাদী আরজি খারিজের আবেদন
গ) আরজি সংশোধনের আবেদন
ঘ) আরজি প্রত্যাহারের আবেদন
উত্তর: আরজি সংশোধনের আবেদন
প্রশ্ন: ২৩। ১২ বছরের মধ্যে জবর দখলকারীর বিরুদ্ধে প্রকৃত মালিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে, মালিকানা বিলুপ্ত হবে ইহা তামাদী আইনের কোন ধারার ভাষ্য?
ক) ২৬ ধারা
খ) ২৫ ধারা
গ) ২৮ ধারা
ঘ) ২৭ ধারা
উত্তর: ২৮ ধারা
প্রশ্ন: ২৪। তামাদী আইনের ২৮ ধারায় বলা হইয়াছে-
ক) সুখাধিকার সম্পর্কে
খ) জবর দখল সম্পর্কে
গ) সম্পত্তির অধিকার বিলুপ্তি সম্পর্কে
ঘ) উত্তর দায় সংক্রান্ত ঋণ সম্পর্কে
উত্তর: জবর দখল সম্পর্কে
প্রশ্ন: ২৫। কোন ক্ষেত্রে আদালত আরজি বা জবাব কর্তনের আদেশ দিতে পারে?
ক) মোকদ্দমার সুষ্ঠ বিচার বাধাগ্রস্ত বা বিলম্ব করতে পারে
খ) অপ্রয়োজনীয় হইলে
গ) সবগুলো
ঘ) কুৎসা জনক হইলে
উত্তর: সবগুলো